thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘নির্বাচন সুষ্ঠু হলে ৯৫ ভাগ বিরোধী দলের প্রার্থী জয়ী হতো’

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৭:২৪:৪২
‘নির্বাচন সুষ্ঠু হলে ৯৫ ভাগ বিরোধী দলের প্রার্থী জয়ী হতো’

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন সুষ্ঠু হলে ৯৫ ভাগ উপজেলায় বিরোধীদলের প্রার্থীরা বিজয়ী হতো বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বৃহস্পতিবার বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আলোচনার সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, উপজেলা নিবার্চনে বেশি আসন পেয়েছি বলে আমাদের আত্মতৃপ্ত হওয়ার কিছু নেই। এই নির্বাচন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম।

তিনি বলেন, খালেদা জিয়া যে ডাক দিয়েছেন তা শুধু নির্বাচনের জন্য নয়। মানুষের অধিকার রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য।

তিনি আরও বলেন, আজকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার করতে গিয়ে মাত্র এক মাসে ৩০০ জন প্রাণ হারিয়েছেন, ৬১ জন হয়েছেন নিখোঁজ। কারো লাশ পাওয়া গেছে, কারোটা পাওয়া যায়নি।

মির্জা ফখরুল বলেন, এই ফ্যাসিস্ট সরকার জনগণের ওপর জগদ্দল পাথরের মত চেপে বসেছে। জানি না আমাদের আর কতো রক্ত ও ত্যাগ স্বীকার করতে হবে। আর কতো খুন, গুম হতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় ডাবল স্ট্যান্ডার্ড। তারা মুখে বলে এক, কাজ করে আরেকটি।

মির্জা ফখরুল বলেন, ‘বিশিষ্টজনেরা বলেন, মন্ত্রিসভায় নতুন মুখ এসেছেন। যে মন্ত্রিসভার বৈধতাই নেই সেই মন্ত্রিসভা দেশের মানুষ মানে না।’

বিএনপির আন্দোলন শতভাগ সফল হয়েছে দাবি করে তিনি বলেন, এই আন্দোলনের জন্যই ৫ ভাগের অধিক জনগণ জাতীয় নিবার্চনে ভোট দিতে যায়নি। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নিবার্চন হবে না। আন্দোলনের মাধ্যমে প্রমাণিত হয়েছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, কালবিলম্ব না করে আলোচনার মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য, সব দলের অংশ গ্রহণে নিবার্চনের ব্যবস্থা করতে হবে। যদি বিলম্ব করেন আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে।

জনগণের চোখের ভাষা বুঝে তাদের চাওয়াকে প্রধান্য দিতেও সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রয়াত ভাষাসৈনিক অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুহিন ফারহানা, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/জেএম/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর