thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

শেরপুর সদর উপজেলা নির্বাচন স্থগিত

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৭:৪৮:৪৪
শেরপুর সদর উপজেলা নির্বাচন স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : সীমানা নির্ধারণের বিষয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়ায় শেরপুর সদর উপজেলার নির্বাচন চার মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খোরশেদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে শেরপুর ও জামালপুর জেলার মধ্যে সীমানা নির্ধারণ বিরোধের বিষয়টি নিষ্পত্তির জন্য বলা হয়েছে।

বিবাদী প্রধান নির্বাচন কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের এ নিষ্পত্তির আদেশ দেওয়া হয়েছে।

আগামী ৪ মার্চ এ মামলাটি পুনরায় শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী কর্তৃপক্ষ কী কী কার্যক্রম সম্পন্ন করেছেন তা ওই দিন জানানোর জন্য বলা হয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর