thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

দেশি ও বিদেশি বিশেজ্ঞদের অভিমত

এগিয়ে যাচ্ছে বাংলাদেশের গার্মেন্ট সেক্টর

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৮:০৩:৪২
এগিয়ে যাচ্ছে বাংলাদেশের গার্মেন্ট সেক্টর

দ্য রিপোর্ট প্রতিবেদক : নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের গার্মেন্ট সেক্টর এগিয়ে যাচ্ছে বলে অভিমত দিয়েছে দেশি ও বিদেশি বিশেজ্ঞরা। রাজধানীর হোটেল রূপসী বাংলায় বৃহস্পতিবার সকালে সিপিডি’র এক সেমিনারে এ সব কথা বলেন বিশেজ্ঞরা।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সকালে রাজধানীর রূপসী বাংলায় কৃষি এবং শিল্পোৎপাদন অর্থনীতির পরিবর্তন ও উন্নয়নের চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও বাংলাদেশে দায়িত্বরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

বাংলাদেশের গার্মেন্ট সেক্টরের প্রযুক্তি সমস্যা উল্লেখ করে গ্লোবাল ফিনান্সের ব্যবস্থাপনা পরিচালক নিখিল ত্রিভিওন বলেন, ‘বাংলাদেশে একটি দক্ষ মানব সম্পদ রয়েছে কিন্তু প্রযুক্তি ক্ষেত্রে কিছুটা সমস্য রয়েছে।’

তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে শ্রমিক ইস্যুতে নানা রকম সমস্যা তৈরি হলেও এগুলো কাটিয়ে ওঠতে পারলে এ সেক্টর আরও এগিয়ে যাবে।’

যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস উডরাফ বলেন, ‘বাংলাদেশের গার্মেন্ট সেক্টর প্রতিনিয়ত চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এরপরেও বাংলাদেশের এ খাত দিনের পর দিন এগিয়ে যাচ্ছে।’

পাকিস্তানের সাবেক অতিরিক্ত বাণিজ্য সচিব আজম মোহাম্মদ বলেন, ‘বর্তমানে পাকিস্তান গার্মেন্ট সেক্টরকে এগিয়ে নিতে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। যদিও এ খাতে এখনও কিছু দুর্বলতা রয়েছে। পাশাপাশি আমাদের উৎপাদন কম। তিনি বলেন, ‘পাকিস্তানে ব্যবসায় বড় চ্যালেঞ্জ হচ্ছে অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলা। এর ফলে বিদেশি ক্রেতারা পাকিস্তানে আসতে চায় না। এত চ্যালেঞ্জের মধ্যেও পাকিস্তান জিএসপি সুবিধায় এগিয়েছে।’ পাকিস্তান যে সব প্রতিকূলতার মধ্যে গার্মেন্ট খাতে ব্যবসা করছে সে দিক থেকে বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো বলে মন্তব্য করেন আজম মোহাম্মদ।

(দ্য রিপোর্ট/এএইচএস/এমসি/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর