thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মৌলভীবাজারে ছাত্রদল কর্মীর মৃতদেহ নিয়ে মিছিল

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৮:০৫:২০
মৌলভীবাজারে ছাত্রদল কর্মীর মৃতদেহ নিয়ে মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি : জেলা ছাত্রদল কর্মী মিলাদের মৃতদেহ নিয়ে বৃহস্পতিবার বিকেলে শহরে মিছিল করেছে এম নাসের রহমানের গ্রুপ। এ ঘটনার জন্য তারা বেগম খালেদা রব্বানী গ্রুপকে দায়ী করছে। বর্তমানে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে।

জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমান গ্রুপের ছাত্রদল সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে ছাত্রদল কর্মী আরিফুল ইসলাম মিলাদ (২৫) শহরের বর্ষিজুরা ইকোপার্ক এলাকার পাহাড়িকা ম্যানশনের সামনে থেকে নিখোঁজ হন। এরপর টহল পুলিশ শহরের যুগীডহর এলাকার পৌর বাস টার্মিনালের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় মিলাদকে উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মিলাদ মারা যান। নিহত মিলাদ সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আবির মিয়ার ছেলে।

বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানীর অনুসারী ছাত্রদল গ্রুপকে দায়ী করে নাসের রহমান গ্রুপ। তাদের দাবি, মিলাদ মারা যাওয়ার আগে ঘটনার সঙ্গে জড়িত খালেদা রব্বানী গ্রুপের ছাত্রদল নেতাকর্মী অনেকের নাম উল্লেখ করে পুলিশের কাছে জবানবন্দী দিয়েছেন।

এদিকে বেলা ৩টার দিকে ময়নাতদন্ত শেষে দোষীদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নাসের রহমান গ্রুপ। মিছিল শেষে চৌমোহনা এলাকায় জামে মসজিদের সামনে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল ওয়ালি সিদ্দিকী, আব্দুর রহিম রিপন, ছাত্রদলের আনোয়ার হোসেন কামাল, আলী ছব্দর খান বাবর, পিপলু আহমদ প্রমুখ।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল হাই চৌধুরী দ্য রিপোর্টকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/টিএফ/এএস/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর