thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘ভোট কারচুপি আড়াল করতে পারেনি আ.লীগ’

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৮:৩০:২৩
‘ভোট কারচুপি আড়াল করতে পারেনি আ.লীগ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ফলাফলে বিএনপি এগিয়ে থাকলেও আওয়ামী লীগ নিজেদের ভোট কারচুপির পুরনো চরিত্রও আড়াল করতে পারেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘৫ জানুয়ারি ভোটারবিহীন সংসদ নির্বাচনের পর তড়িঘড়ি উপজেলা নির্বাচন দেওয়ার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নতুন করে বলার প্রয়োজন পড়ে না। উপজেলা নির্বাচনে ভোটারদের উপস্থিতিতে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যায়নি।’

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

মান্না বলেন, ‘প্রথম দফা উপজেলা নির্বাচন নিয়েও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ক্ষমতার উগ্র লড়াই প্রকাশ পেয়েছে। রাজনৈতিক দল হিসেবে তারা পরস্পরের প্রতি তো বটেই, প্রচলিত নিয়মনীতির প্রতিও যে শ্রদ্ধাশীল নয় সেটা তাদের অভিযোগ, পাল্টা অভিযোগ আর প্রত্যাখ্যানের মধ্যেই দেখা গেছে।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতার জোরে স্বেচ্ছাচারী ভূমিকায় তারা এতটাই বেপরোয়া হয়ে ওঠেছে যে, এই স্থানীয় সরকার নির্বাচনেও স্বাভাবিক ও সংযত থাকতে পারেনি। আগেই বিভিন্ন ধারা-উপধারা যুক্ত করে উপজেলা পরিষদের স্বাধীনতা হরণ করা হয়েছিল। এ ক্ষেত্রে বিএনপিও কার্যকর ভূমিকা পালন করেনি। এখান থেকে বেরিয়ে এসে কার্যকর উপজেলা পরিষদ নিশ্চিত করতে হবে।’

(দ্য রিপোর্ট/সাআ/এমসি/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর