thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

ভেদরগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩০

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৮:৩৮:১৬
ভেদরগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩০

শরীয়তপুর প্রতিনিধি : ভেদরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের পরাজিত প্রার্থীর সমর্থক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় সেনা, পুলিশ, র‌্যাব ও বিজিপি যৌথ অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

সখিপুর থানার এসআই ফারুক জানান, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মোল্যার বাজারে সকালে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত পরাজিত প্রার্থী আলতাফ হোসেন ছৈয়াল তার সমর্থকদের নিয়ে মোল্যার বাজারে গিয়ে সম্রাট নামে একজনকে মারধর করে। এ ঘটনার সংবাদ পেয়ে ভেদরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর মোল্যার সমর্থকরা ঢাল, সরকি, রামদা, ছেনদা ও লাঠিসোটা নিয়ে মোল্যার বাজারে এলে উভয় সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।

খবর পেয়ে সখিপুর থানা পুলিশসহ শরীয়তপুর থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এ সময় ৫৬ রাউন্ড শটগানের গুলি ও ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে উভয় গ্রুপের সমর্থকরা পিছু হটে। এ সময় জসিম বেপারি, মনির হোসেন মোল্যাসহ তিনজন গুলিবিদ্ধ ও পুলিশ সদস্য রেজাউল, আহসান হাবিব, মাসুদ স্থানীয় রাসেল, আব্দুর রহমান, মোল্যার বাজারের ব্যবসায়ী শিপন, আহসান বেপারি, শহিদুল্লাহ সিকদারসহ ৩০ জন মারাত্মক আহত হন।

আহতদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ মোল্যা, সোহেল, রাজীব, হাসান বেপারি, রাসেল বালা, আমান উল্লাহ, আবুল কাসেমসহ সাতজনকে আটক করেছে।

ব্যবসায়ী শিপন বলেন, বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানদার ও ক্রেতার মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে আলতাফ ছৈয়ালের লোকজন বাজারে হামলা করলে হুমায়ুন মোল্যা গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়।

ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত পরাজিত প্রার্থী আলতাফ হোসেন ছৈয়াল অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীসহ আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন মোল্যার লোকজনরা মিলে আমার নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে আমার সমর্থক ১০ জন আহত হয়।

ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন মোল্যা বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। এ সময় আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আলতাফ ছৈয়াল লোকজন নিয়ে মোল্যার বাজারে এসে সম্রাট নামে বিএনপির এক কর্মীকে মারধর করে। এ নিয়ে বিএনপির লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়।

ভেদরগঞ্জের সখিপুর থানার ওসি সমীর সরকার বলেন, দুই গ্রুপের সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখনও কোনো মামলা হয়নি।

(দ্য রিপোর্ট/এএস/এএস/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর