thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

গুলশানে নিহত যুবকের পরিচয় মিলেছে

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৮:৩৮:২২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে উদ্ধারকৃত নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম মামুন মিয়া (২৭)। সে একজন ভাঙারি ব্যবসায়ী।

বৃহস্পতিবার দুপুরে নিহতের দোকানের মালিক মিলন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে তার লাশ শনাক্ত করেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (পিএসআই) রাকিব উদ্দিন জানান, বুধবার বিকেল পৌনে ৫টায় গুলশান ২ কালাচাঁদপুরের ক/২ নম্বর ভবনের রমিজ উদ্দিনের বাড়ির তৃতীয় তলা থেকে মামুনের রক্তাক্ত লাশ উদ্ধার করেন। তার পিঠে ধারালো ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্ত্রীর নাম জুলেখা বেগম। তার জিসান নামের একটি ৫ বছরের ছেলে আছে। সে গুলশান এলাকায় ভাঙারির ব্যবসা করত। তবে তার হত্যার প্রকৃত কারণ জানা যায়নি। নিহত মামুন মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রাজগাছি গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। এ ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

(দ্য রিপোর্ট/এনইউডি/এমসি/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর