thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

‘আমি এখনও শৃঙ্খলমুক্ত নই’

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৮:২৫:২৭
‘আমি এখনও শৃঙ্খলমুক্ত নই’

রংপুর অফিস : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, আমি কখনোই শৃঙ্খলমুক্ত রাজনীতিবিদ ছিলাম না। এখনও শৃঙ্খলমুক্ত নই।

৪ দিনের সফরে রংপুরে এসে বৃহস্পতিবার বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সব কথা বলেন।

এরশাদ বলেন, ৯০ সালে ক্ষমতা ছেড়ে দেওয়ার পর আমার নামে ৭৪টি মামলা হয়েছে। এখনও আমার নামে মামলা চলছে। এই মামলা কমতে কমতে এখন ২-৪ টায় এসে ঠেকেছে।

তিনি বলেন, সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক সেটা আমি চেয়েছিলাম।

এরশাদ বলেন, দেশে নানা ঘটনা ঘটেছে, তারপরেও নির্বাচন হয়েছে। শেষ ইচ্ছে ছিল রংপুরের এমপি হব আল্লাহ তা আমাকে করেছেন। এ জন্য রংপুরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নেমে মোটর শোভাযাত্রা সহকারে রংপুরে সার্কিট হাউসে এসে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন। এ সময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

এ সময় এরশাদের ছোট ভাই জিএম কাদের, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও জেলা জাপার সভাপতি মশিউর রহমান রাঙ্গা, জেলা সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু, মহানগর জাপার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন কাদেরী উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসভি/এসবি/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর