thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

সরিষাবাড়ীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১২

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৯:০৮:১১
সরিষাবাড়ীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১২

জামালপুর প্রতিনিধি : সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ১২ জন আহত হয়েছেন। দুই পক্ষের হামলা চলাকালে বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আজগর (৬২), তার স্ত্রী ডালি (৫৫), ছেলে আব্বাস (৩৫), হাই ফকির (৪০), নূরুল হুদা (৩৬), কামাল (৩০) রোবেনা (১৮)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিবপুর ও হিরণ্যবাড়ী গ্রামে বিএনপি নেতাকর্মীরা সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের পক্ষে বিজয় মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা মিছিলকারীদের নানাভাবে কটূক্তি করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এদিকে বিএনপি নেতাকর্মীরা আরামনগর বাজারে আওয়ামী লীগ কর্মী জিন্নাহ ও মজিবরকে মারধর, কালিকাপুর গ্রামের বদির বাড়ি-ঘর ভাঙচুর, রায়দেরপাড়া ও বগারপাড় এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ফোর্স পাঠিয়েছি।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এএস/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর