thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে ছিনতাইকারীকে গণপিটুনি

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৯:১৩:১৫
যশোরে ছিনতাইকারীকে গণপিটুনি

যশোর অফিস : যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে লিটন নামে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়েছে জনতা। বৃহস্পতিবার দুপুরে অফিসের গেটে এ ঘটনা ঘটে।

লিটন শহরের নাজিরশংকরপুর কোল্ড স্টোরেজ এলাকার শুকুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সদর উপজেলার হামিদপুর গ্রামের আবদুল মালেকের ছেলে মুরাদ পাসপোর্টের আবেদন জমা দিতে অফিসে আসেন। এ সময় ছিনতাইকারী লিটন তার কাছ থেকে দুই হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মুরাদের চিৎকারে আশপাশের লোকজন এসে লিটনকে ধরে পিটুনি দেয়। পরে তাকে জনতা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির হোসেনের কাছে সোপর্দ করে।

ঘটনাটি পুলিশ জানে না বলে কোতোয়ালি থানার ডিউটি অফিসার এএসআই শারমিন আক্তার জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/একে/এফএস/এএস/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর