thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘শুধু কর্মীদের নয়, নেতাদেরও রক্ত দিতে হবে’

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৯:৩১:৫২
‘শুধু কর্মীদের নয়, নেতাদেরও রক্ত দিতে হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : শুধু কর্মী নয়, নেতাদেরও রক্ত দিতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, ‘বর্তমান সংসদ নির্বাচিত সংসদ নয়। নির্বাচিত দলের দ্বারা সংসদ গঠন করা হয়েছে। আন্দোলন ছাড়া এ সরকারের পতন হবে না। তাই, শুধু কর্মীদের রক্ত দিলে হবে না। নেতাদেরও রক্ত দিতে হবে।’

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বৃহস্পতিবার বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আলোচনার সভার আয়োজন করা হয়।

বিএনপি নেতাদের উদ্দেশে রফিকুল ইসলাম বলেন, যারা ত্যাগ স্বীকার করতে চায় না তাদের পেছনে চলে যেতে হবে। অন্যথায় দেশে মুক্ত হবে না।

তিনি বলেন, ‘নবম সংসদের মেয়াদ থাকা অবস্থায় দশম সংসদ অবৈধ। সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আনা যেতে পারে। তারা যদি মনে করে, সংবিধানের দোহাই দিয়ে ৫ বছর ক্ষমতায় থাকবে এটা অবৈধ। সংবিধানে বলা আছে, জনগণের প্রত্যক্ষ ভোটে নিবার্চিত হতে হবে। কিন্তু এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না।

আলোচনা সভায় বিএনপি নেতাদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বিএনপির যারা স্থায়ী সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান আছেন তারা যেন সমানে গিয়ে নেতৃত্ব দেন। এটা শুধু বাংলাদেশের মানুষের আন্দোলন নয়। এটা বিএনপিরও আন্দোলন।’

সামনে থেকে নেতৃত্ব দিয়ে জনগণের আন্দোলনকে আরও বেগবান করতে হবে উল্লেখ করে নোমান বলেন, ‘জনগণ ভোটের সুযোগ চান। উপজেলা নিবার্চনে ভোট দিয়েছেন।’

আওয়ামী লীগ যদি কেন্দ্র দখল করে না নিত এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে বিএনপি ৯০ ভাগ ভোট পেত বলেও উল্লেখ করেন নোমান।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আসুন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে যোগ দেই। আন্দোলনের মুখে সরকার টিকতে পারবে না।

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রয়াত ভাষাসৈনিক অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুহিন ফারহানা, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/জেএম/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর