thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

একজনের সদস্যপদ স্থগিত ও ৬ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৯:৪১:৪৪
একজনের সদস্যপদ স্থগিত ও ৬ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির

দ্য রিপোর্ট প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে এক নেতার দলীয় সদস্যপদ স্থগিত করেছে বিএনপি। অন্যদিকে একই অভিযোগে কয়েকদিন আগে দল থেকে বহিষ্কৃত ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারও করেছে দলটি।

দলের দফতরের দায়িত্বে যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে নাটোর জেলার লালপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের দলীয় পদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া ইতোপূর্বে বহিষ্কৃত নওগাঁ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, নওগাঁ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক স ম আ আল কাফি তুহিন, সদস্য দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, নওগাঁ পৌর বিএনপির সহ-দফতর সম্পাদক বিপু, নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আলম গোল্ডেন এবং যুগ্ম আহ্বায়ক নিপুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/টিএস/জেএম/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর