thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

শহীদ মিনারে আসছেন বিরোধী দলের নেতা রওশন

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৯:৫৯:০৫
শহীদ মিনারে আসছেন বিরোধী দলের নেতা রওশন

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথমবারের মতো বিরোধী দলের নেতা হিসেবে জাতীয় পতাকাবাহী গাড়িতে করে শহীদ মিনারে ফুল দিতে যাবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় রওশন এরশাদ শহীদ মিনারে এসে পৌঁছাবেন বলে জাপা সূত্রে জানা গেছে। এ বিষয়ে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার দ্য রিপোর্টকে বলেন, ‘বিরোধী দলের নেতা আমাকে ফোন করেছিলেন। আমি যাবো। আর কে কে যাবে আমি জানি না।’

প্রসঙ্গত, রওশন এরশাদ প্রথমবারের মতো শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করলেও সঙ্গে থাকছেন না জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বৃহস্পতিবার দুপুরে চারদিনের সফরে রংপুর গিয়েছেন।

(দ্য রিপোর্ট/সাআ/এমসি/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর