thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

চট্টগ্রামে ৪টি ক্লিনিককে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা

২০১৭ ফেব্রুয়ারি ০৪ ১৮:০৩:৩৭
চট্টগ্রামে ৪টি ক্লিনিককে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন কাতারগঞ্জ এলাকার ৪টি ক্লিনিকে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ রিয়াজেন্ট দিয়ে পরীক্ষা নিরীক্ষা এবং মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন প্রকার ঔষধ সংরক্ষণের অভিযোগে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযুক্ত ক্লিনিকগুলো হলো- ডেলটা হেলথ কেয়ার চট্টগ্রাম লিঃ, ডক্টরস হসপিটাল, সিএসটিসি ক্লিনিক ও চেকআপ ডায়াগনস্টিক সেন্টার।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-৭ এর একটি টিম এ অভিযান পরিচালনা করলেও শনিবার র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব- ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এবং প্রতিনিধি সিভিল সার্জন ডা. মো. নুরুল হায়দার এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ‘ডেলটা হেলথ কেয়ার চট্টগ্রাম লিঃ’ ক্লিনিক এর ম্যানেজিং ডিরেক্টর মো. আশরাফুল কবিরকে ২ লাখ টাকা, ল্যাব ইনচার্জ পলাশ মিত্রকে ২ লাখ টাকা, ম্যানেজার সঞ্জয় দেব ১ লাখ টাকা, এডমিন অফিসার মো. কামরুল হাসানকে ১ লাখ টাকাসহ মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

একই ধারায় ‘ডক্টরস হসপিটাল’ ক্লিনিক এর ইনচার্জ মো. সাজ্জাদ চৌধুরীকে ১ লাখ টাকা, ‘সিএসটিসি’ ক্লিনিক এর ম্যানেজিং ডিরেক্টর জাফর আহমেদ হানাফীকে ১ লাখ টাকা, ডিরেক্টর ফিন্যান্স রিয়াদ মাহমুদ চৌধুরীকে ১ লাখ টাকা, সুপার ভাইজার মো. সালাউদ্দিনকে ২ লাখ টাকা, সুপার ভাইজার মো. দেলোয়ার হোসেনকে ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ‘চেকআপ ডায়াগনস্টিক সেন্টার’ এর ম্যানেজার মো. মোক্তাদের রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

একই সাথে প্রত্যেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে র‌্যাব জানায়।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ফেব্রুয়ারি ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর