thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ 25, ৩ চৈত্র ১৪৩১,  ১৮ রমজান 1446

কালিয়াকৈরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ২০ ২০:২৭:২৪
কালিয়াকৈরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেওয়াইর বাজার এলাকা থেকে সোনাবানু নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিজ ঘর থেকে হাত-গলা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোনাবানু দীর্ঘদিন ধরে তার দুই ছেলেকে নিয়ে উপজেলার দেওয়াইর বাজার এলাকায় একটি বাড়িতে বাস করছিলেন। ছোট ছেলে কর্মস্থল থেকে বাড়ি না ফেরায় ওই দিন রাতে সোনাবানু একা ঘরে ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রশি দিয়ে গলা ও হাত পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার করে। কালিয়াকৈর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে বিকেল ৫টার দিকে।

(দ্য রিপোর্ট/এমএফ/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর