thereport24.com
ঢাকা, শনিবার, ১৫ মার্চ 25, ১ চৈত্র ১৪৩১,  ১৫ রমজান 1446

সাহারা গ্রুপের প্রধান সুব্রতকে আদালতে তলব

২০১৪ ফেব্রুয়ারি ২০ ২০:৪৬:৩৩
সাহারা গ্রুপের প্রধান সুব্রতকে আদালতে তলব

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের সুপ্রিম কোর্ট সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়সহ প্রতিষ্ঠানটির তিন পরিচালককে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। খবর এনডিটিভির।

সুপ্রিম কোর্ট বলেন, ‘আমরা আপনার উপর থেকে বিশ্বাস হারিয়েছি। আপনি আদালতে আসুন। আর আমাদের জানা আছে আপনাকে কোথায় পঠাতে হবে।’

সম্প্রতি সরকারের নির্দেশানুযায়ী সাহারা গ্রুপের সব সম্পত্তি ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের কাছে বিক্রয় করতে অস্বীকৃতি জানানোর প্রেক্ষিতেই দেশটির সুপ্রিম কোর্ট এ আদেশ জারি করে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সাহারা গ্রুপকে শুধুমাত্র এর সম্পত্তির টাইটেল হোল্ডার হিসেবে নিযুক্ত করেছিল। শর্ত ছিল বিনিয়োগকারীদের ১৯ হাজার কোটি রুপি ফেরত দিতে হবে। কিন্তু গ্রপটি সে শর্ত পূরণ করতে পারেনি।

এর আগে ২০১২ সালের আগস্টে সুপ্রীম কোর্ট সাহারা গ্রুপকে কয়েক লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর ২৪ হাজার কোটি রুপি ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছিল। কারণ আদালত অনুসন্ধানে জানতে পারে গ্রুপটি বে-আইনীভাবে কিছু অর্থায়ন প্রকল্প চালাচ্ছিল।

প্রসঙ্গত, বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাহারা গ্রুপের প্রধান সূব্রত রায়ের উপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের সর্বোচ্চ আদালত।

(দ্য রিপোর্ট/এমএটি/এমসি/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর