thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রাজধানীতে ২ জনের মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ২০ ২০:৫৫:০২
রাজধানীতে ২ জনের মৃতদেহ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পল্লবীতে গৃহবধূর ও দক্ষিণ খান থানার বালুরমাঠ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পল্লবীর ৬নং সেকশনের ১ নম্বর রোডের ৯ নম্বর বাড়ি থেকে জিতু (১৮) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানায়, পারভেজের সঙ্গে দশমাস আগে জিতুর বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে জিতু গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, দক্ষিণখান থানার মোল্লারটেক বালুরমাঠ এলাকার বাসা থেকে হারুনুর রশীদ (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, দুপুর আড়াইটায় মৃতদেহটি উদ্ধার করা হয়। পাওনাদারের টাকা ফেরত না দিতে পারায় সে আত্মহত্যা করে।

হারুনুর রশীদের বাবার নাম আবু বকর। তার গ্রামের বাড়ি নোত্রকোনা জেলার কেন্দুয়া থানার বাট্টা মধ্যপাড়া।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমসি/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর