thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

গ্যালারিতে আশরাফুল!

২০১৪ ফেব্রুয়ারি ২০ ২১:৪৬:৫২
গ্যালারিতে আশরাফুল!

দ্য রিপোর্ট প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে অনেক কৃর্তি গড়েছেন মোহাম্মদ আশরাফুল। সেই আশরাফুল স্পর্ট ফিক্সিংয়ে নিষিদ্ধ হয়ে গ্যালারিতে বসে খেলা দেখছেন! ভাগ্যের কি নির্মম পরিহাস। যে ক্রিকেটার ব্যাট হাতে শাসন করেছেন বোলারদের; তাকে খেলা দেখতে হচ্ছে গ্যালারিতে বসে। এই শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বোকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হিসাবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন আশরাফুল। এছাড়া তার ব্যাট থেকে এসেছে বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসের অনিয়মিত জয়গুলো। জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছেন যথারীতি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার পারফর্মম্যান্সের উপর ভর করেই ঢাকা গ্ল্যাডিয়েটরস পর পর ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। শুধু বিপিএল নয় বিসিএিলের প্রথম আসরে ওয়ালটন মধ্যঞ্চলের চ্যাম্পিয়নের পেছনেও তার ব্যাটের অবদান আছে। কিন্তু এতো সব অর্জন স্পর্ট ফিক্সিং ক্যালেঙ্কারিতেই শেষ হয়ে গেল। প্রথম দিকে মাঠে কিংবা নানা অনুষ্ঠানে গেলেও এখন পুরোপুরি লোক-চক্ষুর অন্তরালে চলে গেছেন সদ্য হজ্জ্ব করে আশা হাজী মোহাম্মদ আশরাফুল। অবশ্য তিনি নিজেকে অন্তরালে নেননি। বিসিবি তার ব্যাপারে কঠোর হয়েছে। তাকে মাঠে কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট কাজে নিষেদ্ধাজ্ঞা জারি করেছে। তবে বসে থাকেনি আশরাফুল এখনো মাঠ থাকে টানে। বোঝা গেলো বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। গ্যালারিতে বসে দলের পরাজয় দেখলেন তিনি। হয়তো আক্ষেপও ঝড়েছে কন্ঠে আমি থাকলে হয়তো এমন হতো না। এখনো স্পর্ট ফিক্সিয়ের রায় এখনো প্রকাশিত হয়নি। তবু দোষি তিনি। কেননা নিজ থেকেই সব দোষ স্বীকার করে নিয়েছেন প্রমান হবার আগেই।

(দ্য রিপোর্ট/আরআই/ওআইসি/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর