thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

রাহুলের কাছে রাজীব হত্যাকারীর কন্যার ক্ষমা প্রার্থনা

২০১৪ ফেব্রুয়ারি ২০ ২২:১৯:১০
রাহুলের কাছে রাজীব হত্যাকারীর কন্যার ক্ষমা প্রার্থনা

দ্য রিপোর্ট ডেস্ক : রাজীব গান্ধী হত্যা মামলার প্রধান দুই আসামি মুরুগান ও নলিনির ২২ বছর বয়সী মেয়ে হরিথ্রা শ্রীহরণ তার বাবা মায়ের অপরাধের জন্য রাজীবের সন্তান রাহুলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

শ্রীহরণ বলেন, ‘পিতা হারানোয় রাহুল গান্ধীর জন্য আমি সত্যিই খুব দুঃখিত। আমার বাবা-মাও এ জন্য যথেষ্ট অনুতাপ করেছেন। ভালোবাসার জনকে হারানোর দুঃখ আমি বুঝি।’

যুক্তরাজ্য থেকে বৃহস্পতিবার এনডিটিভিকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এ সব কথা বলেন হরিথ্রা শ্রীহরণ। ২০০৫ সাল থেকে গত নয় বছর ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। বর্তমানে তিনি সেখানে বায়োমেডিসিনে পড়াশোনা করছেন।

তিনি আরেও বলেন, ‘আমাকেও রাহুলের মতোই দুর্ভোগ পোহাতে হয়েছে। আমিও আমার পিতা-মাতার আদর-যত্ন থেকে বঞ্চিত হয়েছি। আমার বাবা-মা বেঁচে থাকা সত্ত্বেও আমি তাদের সঙ্গে থাকতে পারিনি। তারা অপরাধটি করেছে ঠিক, তবে এর জন্য তাদের যথেষ্ট শাস্তিও হয়েছে বলে মনে করি আমি।’

হরিথ্রার জন্ম হয়েছিল ভেল্লোর জেলে এবং সেখানেই তিনি দুই বছর বয়স পর্যন্ত লালিত-পালিত হন। ১৯৯৯ সালে তার পিতা-মাতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে ২০০০ সালে রাজীবের স্ত্রী সোনিয়া গান্ধীর হস্তক্ষেপে তার মা নলিনিকে ক্ষমা করা হয়।

ওই ক্ষমার কথা স্মরণ করে হরিথ্রা সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানান এবং সোনিয়ার দয়ার কথা কখনও ভুলবেন না বলেও প্রতিশ্রুতি দেন। হরিথ্রা ভারতে আসার ইচ্ছাও প্রকাশ করে বলেন, আমি আমার বাবা-মার সঙ্গে দেখা করতে চাই এবং তাদেরকে আমার সঙ্গে যুক্তরাজ্যে নিয়ে আসতে চাই।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের মাঝামাঝি তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা ও তার মন্ত্রীসভা রাজীব গান্ধী হত্যায় দোষী সাব্যস্ত ৭ জনকেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। গত মঙ্গলবার রাজীব গান্ধী হত্যায় জড়িত এ জি পেরারিভালন, মুরুগান, সন্থানের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে ৭ আসামিরই যাবজ্জীবন সাজা ঘোষণা করেছিল ভারতের সুপ্রিম কোর্ট। কিন্তু এর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তামিলনাড়ু সরকার তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এদিকে বৃহস্পতিবার রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তির আদেশ দেওয়ায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের অভিযোগ আমলে নিয়ে একই দিনে এ ব্যাপারে এক স্থগিতাদেশও জারি করেছে ভারতের সর্বোচ্চ আদালত। সূত্র : এনডিটিভি।

(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর