thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ইরানের পরমাণু ইস্যুতে আলোচনার এজেন্ডা নির্ধারণ

২০১৪ ফেব্রুয়ারি ২০ ২২:৩৪:৪৭
ইরানের পরমাণু ইস্যুতে আলোচনার এজেন্ডা নির্ধারণ

দ্য রিপোর্ট ডেস্ক : ইরান ও ছয় আন্তর্জাতিক শক্তি তেহরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে আলোচনার এজেন্ডা বিষয়ে একমত হয়েছেন। আগামী মাসে ভিয়েনায় তারা পুনরায় বৈঠকে মিলিত হবেন। অস্ট্রেলিয়ার রাজধানীতে দুই দিনের এক সংলাপ শেষে এক সিনিয়র ইরানি কর্মকর্তা এ খবর দেন।

তবে বিষয়টি কীভাবে সমাধা করা হবে তা এখনও নিশ্চিত নয়। কারণ যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই প্রকাশ্যে বলছে যে, চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানো হয়ত সম্ভব নাও হতে পারে।

বিশ্বের ছয় পরাশক্তি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, চীন ও রাশিয়া মঙ্গলবার থেকে ভিয়েনায় ইরানের সঙ্গে বৈঠক করছিল। দুই দিনের বৈঠক শেষে দুই পক্ষই ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। এ থেকে ধারণা করা হচ্ছে, আগামী ৬-১২ মাসের মধ্যেই হয়ত ইরানের পরমাণু ইস্যুতে একটি চূড়ান্ত সমাধানে পৌঁছাতে সক্ষম হবে আন্তর্জাতিক সম্প্রদায়। সূত্র : বিবিসি ও আল জাজিরা।

(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর