thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সিরিজ জিতে স্বস্তিতে ম্যাথুস

২০১৪ ফেব্রুয়ারি ২০ ২২:৫৪:২৪
সিরিজ জিতে স্বস্তিতে ম্যাথুস

দ্য রিপোর্ট প্রতিবেদক : গত ২ বছর ধরে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ। হঠাৎ ছন্দপতন। ৩ ম্যাচ সিরিজের ২টি ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে স্বাগতিকরা। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে সাঙ্গাকারার চতুর্থ ও ক্যারিয়ারের ১৭তম শতকে ২৮৯ রান করেছে সফরকারীরা। অভিজ্ঞ ব্যাটসম্যান সাঙ্গাকারার ভালো পারফর্মে বেজায় খুশি অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। স্বাগতিকদের হারিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনিই। জানিয়েছেন, ‘সাঙ্গাকারা ফর্মে ফিরেছেন এটা দলের জন্য ভালো দিক। সে ভালো ব্যাটিং করেছে। তার এই অর্জনটা চমৎকার। সিরিজ আমারা আমাদের করে নিয়েছি। আর একটি ম্যাচ আছে সেটাতেও ভালো করতে চাই।’

সিরিজ ও ম্যাচ জিতে কেমন লাগছে এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘আমি সম্পূর্ণ স্বস্তিতে আছি। বাংলাদেশের বিপক্ষে ছোট ফরমেটে ম্যাচ জেতা খুব কষ্টের। তাদের বিপক্ষে কঠিনভাবে ম্যাচ জিততে হয়।’ বাংলাদেশ গত ম্যাচে ৫টি ও এ ম্যাচে ৪টি ক্যাচ মিস করেছে। তবে এই ক্যাচ মিস হওয়া বাংলাদেশের ভুল এটাকে ভাগ্য মানতে নারাজ তিনি, ‘আমি ভাগ্যে বিশ্বাস করি না। বাংলাদেশ ক্যাচ ধরতে পারেনি সেটা তাদের ভুল। আমরা আমাদের খেলাটা খেলেছি।’

(দ্য রিপোর্ট/আরআই/ওআইসি/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর