thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

খুলনার হাদিস পার্কে নতুন শহীদ মিনার উন্মুক্ত

২০১৪ ফেব্রুয়ারি ২০ ২২:৫৪:২০
খুলনার হাদিস পার্কে নতুন শহীদ মিনার উন্মুক্ত

দ্য রিপোর্ট প্রতিনিধি : খুলনার ঐতিহ্যবাহী শহীদ হাদিস পার্ক আধুনিকায়ন প্রকল্পের আওতায় নতুন একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। নবনির্মিত শহীদ মিনারটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই ২১ ফেব্রুয়ারি উপলক্ষে সেখানে শহীদদের উদ্দেশে পুষ্পমাল্য অর্পণ করা হবে।

২০১২ সালের ২৬ নভেম্বর এই শহীদ মিনারটির নির্মাণকার্য ‍শুরু করার আদেশ দেওয়া হয়। কাজ শুরু হয় ২০১৩ সালের জানুয়ারি মাসে। প্রায় ৭৭ লাখ টাকা ব্যয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে এটি নির্মিত হয়েছে। শহীদ মিনার প্লাজার আয়তন ৬ হাজার ৮৬০ বর্গফুট। এখানে হুইল চেয়ার দিয়ে ওঠানামার ব্যবস্থাসহ ৩টি চাতাল রয়েছে, যেগুলোতে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা যাবে।

২০১৩ সালের মার্চে এর কাজ শেষ করার কথা থাকলেও দুই দফা সময় বাড়ানো হয়। চলতি বছর ১৬ জানুয়ারি কেসিসি মেয়র নগরীর সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্মাণকাজ সরেজমিন পরিদর্শন করেন এবং ১০ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।

(দ্য রিপোর্ট/এমএ/এমএটি/এএস/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর