thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

তেলেঙ্গানা বিলের চূড়ান্ত অনুমোদন

২০১৪ ফেব্রুয়ারি ২০ ২৩:০২:০৩
তেলেঙ্গানা বিলের চূড়ান্ত অনুমোদন

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হওয়ার মধ্য দিয়ে অবশেষে চূড়ান্ত অনুমোদন লাভ করল বহুল আলোচিত তেলেঙ্গানা বিল। এর মধ্য দিয়ে চূড়ান্তভাবে ভারতের ২৯তম রাজ্য বা প্রদেশ হিসেবে আবির্ভাব ঘটল তেলেঙ্গানার। অন্ধ্র প্রদেশকে ভেঙ্গে এ নতুন প্রদেশ সৃষ্টি করা হলো।

এ ছাড়া প্রধানমন্ত্রী মনমোহন সিং সীমান্ত প্রদেশের জন্য প্রতিশ্রুত বিশেষ অর্থ সহায়তা প্যাকেজটিও ঘোষণা করেছেন।

বিজেপির দাবি ছিল, তেলেঙ্গানাকে আলাদা করার ফলে রাজধানী হায়দ্রাবাদকে হারিয়ে সীমান্ধ্র অঞ্চলের যে ক্ষতি হবে তা যেন পুষিয়ে দেওয়া হয়।

বিলটি পাসের পর তা এখন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির অনুমোদনের জন্য তার কাছে পাঠানো হবে। প্রেসিডেন্টের অনুমোদনের পর থেকেই তেলেঙ্গানা আনুষ্ঠানিকভাবে ভারতের ২৯তম প্রদেশ হিসেবে গণ্য হবে। সূত্র : এনডিটিভি।

(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর