thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

সিরিয়া শান্তি সম্মেলন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতবিরোধ

২০১৩ নভেম্বর ০৬ ১৬:১৫:০০
সিরিয়া শান্তি সম্মেলন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতবিরোধ

দিরিপোর্ট২৪ ডেস্ক : সিরিয়ার শান্তি সম্মেলনের তারিখ নির্ধারণে একমত হতে পারেনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এছাড়া দেশটির গৃহযুদ্ধ অবসানে ইরান কী ভুমিকা রাখতে পারে এবং কে বা কারা সিরিয়ার বিরোধীগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে তা নিয়েও একমত হতে পারেনি দেশ দুটি। খবর রয়র্টাসের।

মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় সদরদফতরে জাতিসংঘ-আরব দূত লাখদার ব্রাহিমির সভাপতিত্বে সিরিয়া শান্তি সম্মেলন বিষয়ে দেশ দুটির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রাহিমি জানান, ‘আমরা আশা করছিলাম এই বৈঠকে শান্তি সম্মেলনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটি অবস্থানে পৌঁছতে পারবো। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা পারিনি। কিন্তু আমারা এখনও আশা করছি, এ বছর শেষ হওয়ার আগেই সম্মেলনটি অনুষ্ঠিত হবে।’

সিরিয়ার শান্তি সম্মেলন বিষেয়ে ব্রিটেন, ফান্স, চীন এবং সিরিয়ার প্রতিবেশী দেশ ও আরব লীগের প্রতিনিধিদের সঙ্গে বিস্তৃত আলোচনায় বসার আগে ব্রাহিমি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার জৈষ্ঠ্ কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক করেন।

ব্রাহিমি বলেন, তিনি ২৫ নভেম্বরের আগেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের একসঙ্গে করবেন। পাশাপাশি আসাদ বিরোধীরাও এর কিছু দিন পূর্বেই তাদের প্রতিনিধি প্রেরণের ব্যপারে সম্মতি জানাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘বিরোধীরা খুব, খুবই কঠিন সময় পার করছে। তারা বিভক্ত, এটা কারো জন্যই গোপন নয়। তারা সকল ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তারা প্রস্তুত নয়।’

বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলোভ এবং তার সহকর্মী মিখাইল বগদানোভ। বৈঠক শেষে গাতিলোভ জানান, আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের সহায়তাকারী যুক্তরাষ্ট্র দেশটির বিরোধী বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিদের মিলিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না।

গাতিলোভের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা আরআইএ এ জানায়, ‘এটা শুধু বিরোধীদের প্রতিনিধিত্ব হলেই হবে না বরং এর জন্য প্রয়োজন বিরোধী বাহিনীর প্রতিনিধি দলের ব্যাপক পরিসরের অংশগ্রহণ। আর যুক্তরাষ্ট্র তা করতে ব্যর্থ হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ব্রাহিমির সঙ্গে এ বৈঠকে ছিলেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান এবং সিরিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট ফ্রড।

শান্তি সম্মেলন বিষয়ে নিজেদেরকে খুবই সৎ ও সহায়ক হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের এক জৈষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এ বছর শেষ হওয়ার আগেই সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে তারা খুবই আশাবাদী।

তিনি বলেন, সম্মেলনে বিরোধীরা যদি নিজেদের একটি সম্পূর্ণ প্রতিনিধি দল পাঠানোর জন্য নিজেদের মতো করে প্রস্তুতি নিতে আরো কয়েক সপ্তাহ সময় নেয় তবে আমরা তাদেরকে তা করতে সমর্থন দিতে চাই।

এর আগে ২০১২ সালে জেনাভায় বিশ্ব শক্তিগুলোর এক চুক্তিতে এ শান্তি সম্মেলনটির কথা বলা হয়েছিল। (দিরিপোর্ট২৪/এআইএম/এমডি/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর