thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

খালেদা জিয়ার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

২০১৪ ফেব্রুয়ারি ২১ ০০:১১:২৬
খালেদা জিয়ার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হঠাৎ করেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কী কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তা তিনি জানেন না।

সূত্রে জানা যায়- খালেদা জিয়া রাত পৌনে ১২টার দিকে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্যে বের হতে চেয়েছিলেন। কিন্তু প্রশাসন তাকে রাত ১টার আগে বের হতে দিচ্ছে না। কারণ এর আগে তিনি বিরোধীদলীয় নেতা ছিলেন। তাই প্রটোকল অনুযায়ী তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরেই ফুল দিতেন। এবার যেহেতু তিনি বিরোধীদলীয় নেতা নন, তাই তিনি সে সুযোগ পাবেন না।

দলীয় একটি সূত্রে জানা যায়- রাত সোয়া ১২টার দিকে তিনি তার বাসা থেকে গুলশানের কার্যালয়ে আসেন। সেখানেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রসঙ্গে গুলশান থানার ওসি রফিকুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন- একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ ব্যক্তি ও স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী ও সদ্যবিদায়ী বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বাসভবনের সামনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেজেএন-এমএইচ/এপি/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর