thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

শাহজালালে ২৩ কেজি স্বর্ণসহ আটক ৩

২০১৪ ফেব্রুয়ারি ২১ ০০:৩৫:২৪
শাহজালালে ২৩ কেজি স্বর্ণসহ আটক ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৩ কেজি স্বর্ণসহ তিনজনকে আটক করেছে কাস্টমস। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী সাইফুল ইসলাম এবং চোরাচালান চক্রের সদস্য হাশেম ও মনির। এরই মধ্যে ৪টি ৪ কেজি বারসহ আরও অন্তত শতাধিক স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে বলে কাস্টমস সূত্র জানিয়েছে। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১১ কেটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

কাস্টমসের সহকারী কমিশনার মো. ওয়াজেদ আলী জানান, সিঙ্গাপুর থেকে টাইগার এয়ারলাইন্সের একটি বিমানে করে ২ যাত্রী এই চালানটি নিয়ে আসে। এরপর সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী সাইফুল ইসলাম তাদের চালানটি বের করতে সাহায্য করছিল। কিন্তু কাস্টমস গোয়েন্দা বিভাগের কাছে আগেই তথ্য ছিল যে এমন একটি চালান আসছে ওই ফ্লাইটে। এর প্রেক্ষিতেই চালানটি বের করার সময় তাদের তল্লাশি করা হয়।

এর আগে রাত সোয়া ৮টার দিকে ১১ কেজি ওজনের ১০০টি বার উদ্ধার করে কাস্টমস। তার আনুমানিক মূল্য ছিল প্রায় ৫ কোটি টাকা।

(দ্য রিপোর্ট/এএইচএ/ডব্লিউএস/এপি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর