thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

রওশনকে দেখে মুচকি হাসলেন প্রধানমন্ত্রী

২০১৪ ফেব্রুয়ারি ২১ ০০:৪৮:৩৪
রওশনকে দেখে মুচকি হাসলেন প্রধানমন্ত্রী

সাগর আনোয়ার, দ্য রিপোর্ট : প্রথমবারের মতো বিরোধীদলের নেতা হিসেবে শহীদ মিনারে ফুল আর মোনাজাতের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদসহ অন্যান্য এমপিরা।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়িতে না উঠে রওশন এরশাদের দিকে তাকিয়ে মুচকি হাসি দেন। রওশনের ফুল দিয়ে শ্রদ্ধা ও মোনাজাত শেষ হলে প্রধানমন্ত্রী গাড়িতে উঠেন।

বৃহস্পতিবার রাত ১২টা ৬ মিনিটে রওশন এরশাদ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ৩০ সেকেন্ড মোনাজাতের মাধ্যমে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এর আগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজ ও ১৪ দলের নেতারা।

শ্রদ্ধা নিবেদনের সময় রওশন এরশাদের সঙ্গে ছিলেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, সরকারের মন্ত্রী ও জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।

(দ্য রিপোর্ট/সাআ/ডব্লিউএস/এএল/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর