thereport24.com
ঢাকা, শনিবার, ৫ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৯ মহররম 1447

চট্টগ্রামে ৫ হাজার সরকারি পাঠ্যবই উদ্ধার

২০১৭ ফেব্রুয়ারি ০৮ ১৮:১৬:৩১
চট্টগ্রামে ৫ হাজার সরকারি পাঠ্যবই উদ্ধার

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার রহমতগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩০০টি সরকারি পাঠ্যবই উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে রহমতগঞ্জ কে বি আব্দুস সাত্তার রোডের নিয়ামত উল্লাহ খান (৬০) নামের এক ব্যক্তির বাসা থেকে বিক্রয় নিষিদ্ধ এসব পাঠ্য বই উদ্ধার করা হয়। তবে পুলিশ তাকে আটক করতে পারেনি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নিয়ামতউল্লাহ জেলার হাটহাজারী থানার সাদেক নগর গোমান মর্দন সরকার হাটের মৃত নজির আহম্মদ খানের ছেলে।

অভিযানে নিয়ামত উল্লাহ খানের বাসা থেকে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য ৫ হাজার ৩০০টি বই উদ্ধার করা হয়। এর মধ্যে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ের বই রয়েছে। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বর্তমানে তিনি পলাতক আছেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/ফেব্রুয়ারি ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর