thereport24.com
ঢাকা, শনিবার, ৫ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৯ মহররম 1447

চট্টগ্রামে জুটমিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৩

২০১৭ ফেব্রুয়ারি ০৮ ২২:৪৫:৫৪
চট্টগ্রামে জুটমিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৩

চট্টগ্রাম অফিস :চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় হাফিজ জুট মিলে বয়লার বিস্ফোরণে সহকারী প্রকৌশলীসহ তিন শ্রমিক দগ্ধ হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার সময় কারখানার ভেতরে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন- কারখানার প্রকৌশলী (যান্ত্রিক) মুজিবুর রহমান (৪৫), প্রকৌশলী রবিউল হোসেন (৫০) ও বয়লারম্যান নিজাম উদ্দিন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কারখানার ভেতরে পুরান বয়লার পোড়ানোর সময় হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে আগুন ছিটকে এসে গায়ে পড়ে কারখানার কর্মরত দু্ই প্রকৌশলীসহ তিন শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হয়। দুর্ঘটনার পর কারখানার শ্রমিকরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দগ্ধদের মধ্যে ২ জন চমেক হাসপাতালের বার্ন ইউনিটের ৩৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ওই দু’জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে হাফিজ জুট মিলের এডিএম আলাউদ্দিন পাটোয়ারী বলেন, আমি ঢাকায় আছি, তবে দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।

প্রকৌশলী মো. শফি বয়লার বিস্ফোরণের বিষয়টি অস্বীকার করে জানান, ‘কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত আগুনের ফুলকি গায়ে পড়ে সহকারী প্রকৌশলীসহ তিন শ্রমিক দগ্ধ হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

হাফিজ জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী বলেন, বিকেলে একটি বয়লার বিস্ফোরণের খবর পেয়েছি। এতে ৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/এনআই/ফেব্রুয়ারি ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর