thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৬ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা

২০১৪ ফেব্রুয়ারি ২১ ০৫:১৪:৪৮
স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা

দ্য রিপোর্ট ডেস্ক : পোর্ট এলিজাবেথে টস জিতে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ১১ রানে ২টি উইকেটের পতন ঘটে দলটির। কিন্তু ডিন এলগার (৮৩), ফাফ ডু প্লেসিস (৫৫) ও এবি ডিভিলিয়ার্সের (৫১*) প্রতিরোধে লড়াইয়ে ফিরে তারা। সেঞ্চুরিয়ানে ৩ টেস্ট সিরিজের প্রথমটি ২৮১ রানে জিতে এগিয়ে যাওয়া অস্ট্রেলিয়া বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের উদ্বোধনী দিনের শেষভাগে লড়াইয়ে ফিরেও আসে।

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২১৪ রান। উইকেটে অপরাজিত আছেন ডিভিলিয়ার্স ৫১ ও জেপি ডুমিনি ২ রানে। আলো কম থাকায় পুরো ৯০ ওভার খেলা সম্ভব হয়নি (৮৩ ওভার)।

ডু প্লেসিস ও এলগার তৃতীয় উইকেটে ১১২ রান যোগ করেছিলেন। চতুর্থ উইকেটে এলগারের সাথী হয়েছিলেন ডিভিলিয়ার্স (৫৮ রানের জুটি)। দক্ষিণ আফ্রিকার যখন ১৮১ রান তখন এলগার আউট হন। আর দলীয় ২০০ রানের (৫ম উইকেটের পতন) সময় সাজঘরে ফেরত যান অভিষেক টেস্ট খেলতে নামা কুইন্টন ডি কক (৭)।

অধিনায়ক গ্রায়েম স্মিথ (৯) ও আরেক ওপেনার হাশিম আমলা (০) দলীয় ১১ রানের মধ্যেই আউট হন।

এলগার দলকে টেনে তোলার চেষ্টা করেন। তবে দিন শেষে অস্ট্রেলিয়া ভারসাম্য আনতে সক্ষম হয়েছে।

এদিকে ডিভিলিয়ার্স টেস্টে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন (৭০১২)। ১৫১টি টেস্ট ইনিংসে তিনি এই কৃতিত্ব দেখালেন। স্মিথ ১৪৮ ইনিংসে ৭ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছিলেন।

অস্ট্রেলিয়ার নাথান লিয়ন ২টি উইকেট পেয়েছেন। এ ছাড়া ১টি করে উইকেট মিচেল জনসন, রায়ান হ্যারিস ও স্টিভেন স্মিথের।

সংক্ষিপ্ত স্কোর:

দ্বিতীয় টেস্ট, প্রথম দিন শেষে

টস : দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা : ২১৪/৫, ৮৩ ওভার (এলগার ৮৩, ডিভিলিয়ার্স ৫১*, লিয়ন ২/৪৭)

(দ্য রিপোর্ট/এমএ/ডব্লিউএস/এএল/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর