thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

মাগুরায় ভাষা শহীদদের স্মরণ

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১০:০৭:৩৭
মাগুরায় ভাষা শহীদদের স্মরণ

মাগুরা প্রতিনিধি : মাগুরায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

একুশের প্রথম প্রহরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার, স্থানীয় সংসদ সদস্য প্রফেসর সিরাজুল আকবর, জেলা প্রশাসক মাসুদ আহমেদ, পুলিশ সুপার জিহাদুল কবিরসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন।

জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল ৭টায় প্রভাতফেরি বের করা হয়। শহর প্রদক্ষিণ শেষে প্রভাতফেরি কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী শহীদ বেদী চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআইএস/একে/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর