thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

হোয়াইট হাউসে মিশেল ওবামার দেওয়ালি

২০১৩ নভেম্বর ০৬ ১৬:২৬:০২
হোয়াইট হাউসে মিশেল ওবামার দেওয়ালি

দিরিপোর্ট২৪ ডেস্ক : মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা বলিউডের মিউজিকের তালে তালে হোয়াইট হাউসের স্টেটরুমে আয়োজন করেছিলেন দেওয়ালি উৎসবের। খবর এনডিটিভির।

ওই অনুষ্ঠানে তিনি ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের শিশু-কিশোর ও নিউইয়র্ক ভিত্তিক ভারতীয়-মার্কিন ব্যান্ডদল গোল্ড স্পটকে আমন্ত্রণ জানান।

মঙ্গলবার হোয়াইট হাউসে আমন্ত্রিত অতিথিদের তিনি বলেন, ‘আজ বিকেলে আমরা বলিউডের কিছু স্টাইল প্রাকটিস করলাম। আমরা দারুণ সময় কাটিয়েছি।’

হোয়াইট হাউসের স্টেট রুমে এই প্রথম এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান মিশেল। এসময় ওবামা প্রশাসনের কর্মী, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা উপস্থিত ছিলেন।

মিশেল ভারতের জন্ম নেয়া স্বনামধন্য ডিজাইনার নায়েম খানের ডিজাইন করা স্কার্ট পরেছিলেন। নায়েমও অনুষ্ঠানে ছিলেন।

মিশেল এসময় তিন বছর আগে মুম্বাইয়ের দেওয়ালি অনুষ্ঠানে নাচার অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, ‘আপনারা আগেও দেখেছেন আমি ভালোই নাচতে পারি।’ তবে তিনি পেশাদার নৃত্যশিল্পীদের মতো ভালো নাচতে পারেন না বলে জানান।

এসময় মিশেল বলেন, বারাক ওবামার সঙ্গে ভারত সফরে গিয়ে তিনি দেওয়ালি সম্পর্কে জেনেছেন।

(দিরিপোর্ট২৪/কেএন/এমডি/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর