thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মৌলভীবাজারে আ.লীগ সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১২:২২:৫৬
মৌলভীবাজারে আ.লীগ সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলায় ২৩ মার্চের নির্বাচনে সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগ ও ১২টি ইউনিয়নের দায়িত্বশীল নেতারা গোপন ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করেন।

চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, ভাইস চেয়ারমান পদে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ও নারী ভাইস চেয়ারম্যান পদে রাহিলা আক্তারকে সমর্থন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে সমাজকল্যাণ মন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলীর বাসভবনে দলের প্রার্থিতা চূড়ান্ত করতে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে গোপন ভোট অনুষ্ঠিত হয়। দলীয় ৩০০ নেতাকর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রার্থী সমর্থনের বিষয়কে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মো. কামাল হোসেন। এর প্রতিবাদে তিনি শনিবার সকাল ১১টায় জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন বলেন. ‘এবারের নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছি। আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না দিতে মন্ত্রীর বাসায় গোপন বৈঠক ডেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।’

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউদ আহমদ বলেন, ‘তৃণমূল নেতাকর্মীদের গোপন ভোটে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের ভোটে যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তাদেরকে সমর্থন দেওয়া হয়েছে।’

(দ্য রিপোর্ট/টিএফ/একে/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর