thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট 25, ২৭ শ্রাবণ ১৪৩২,  ১৭ সফর 1447

যশোর নিখোঁজ ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেফতার

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১২:৫৫:০৬
যশোর নিখোঁজ ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেফতার

যশোর অফিস : নিখোঁজের ২৪ দিন পর শুক্রবার ভোরে যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল খানকে গ্রেফতার করেছে র‌্যাব।

২৮ জানুয়ারি রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সাদা পোশাকে কিছু লোক ফয়সালকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প থেকে জানানো হয়েছে, শুক্রবার ভোর ৪টার দিকে যশোর-মাগুরা সড়কের বালিয়াডাঙ্গায় রাস্তার ওপর কিছু মানুষ দেখে ‌র‌্যাবের একটি টহল দল সেখানে যায়।

জড়ো হওয়া লোকজন র‌্যাব সদস্যদের দেখে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে হাত বাঁধা অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে র‌্যাব। তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। এ সময় তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল খান বলে নিজের পরিচয় দেন।

র‌্যাব জানায়, ১৫ জানায়ারি যশোর শহরে যুবলীগ নেতা রফিকুল ইসলাম শিপন ওরফে টাক শিপনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল খান। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/একে/ইইউ/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর