thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মোহাম্মদপুর বিএনপির সভাপতির মৃত্যুতে ফখরুলের শোক

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১৪:১৩:৫৮
মোহাম্মদপুর বিএনপির সভাপতির মৃত্যুতে ফখরুলের শোক

দ্য রিপোর্ট প্রতিবেদক : মাগুরা জেলাধীন মোহাম্মদপুর উপজেলা বিএনপির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আলীমুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলীমুজ্জামান শুক্রবার সকালে নিজ বাসায় ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ১৯ দফা কর্মসূচী বাস্তবায়নে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা বিএনপিকে সৃদৃঢ় ও মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে মরহুম আলীমুজ্জামানের অবদান এলাকাবাসী চিরদিন স্মরণ করবে।

তিনি বলেন, তার মৃত্যুতে এলাকাবাসীর ন্যায় আমিও গভীরভাবে ব্যাথিত ও মর্মাহত।

মির্জা ফখরুল মরহুম আলীমুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।

অপর এক শোকবার্তায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও মাগুরা জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আলীমুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

(দ্য রিপোর্ট/টিএস/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর