thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

বরিশালে ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১৪:১৪:৫৮
বরিশালে ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

বরিশাল অফিস : বরিশালে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে রাজনৈতিক, প্রশাসন, শিক্ষা-প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

বরিশাল- ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুচ, বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. হারুনর রশীদ খান, ডিআইজি ডা. আব্দুর রহিমসহ, নগর আওয়ামী লীগের পক্ষে সভাপতি শওকত হোসেন হিরন এমপি, নগর বিএনপির পক্ষে সংগঠনের সভাপতি মজিবর রহমান সরোয়ার, জাতীয় পার্টি, জেলা কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ন্যাপ, গণফোরাম, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটিসহ সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও সন্ধানী রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। জেলা কারাভ্যন্তরে বন্দিদের অংশগ্রহণে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া সাংস্কৃতিক সংগঠন ‘সমন্বয় পরিষদ’ চার দিনব্যাপী আলোচনা সভা, সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটক প্রদর্শনী কর্মসূচি পালন করছে।

(দ্য রিপোর্ট/বিএস/একে/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর