thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, সবাইকে ধন্যবাদ’

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১৪:২০:৩৪
‘বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, সবাইকে ধন্যবাদ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের মানুষ অনেক শান্তিপ্রিয়, তারা শান্তি পছন্দ করেন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’

শুক্রবার দুপুর দুইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, ‘কথিত অডিও বার্তার মাধ্যমে আল কায়েদা যে হুমকি দিয়েছে সেটাকে বিবেচনায় এনে মাতৃভাষা দিবসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তি বজায় রাখা ও বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনী থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।’

বেনজীর আহমেদের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এনইউডি/একে/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর