thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমস্যা দূর হবে’

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১৪:২৫:৫২

দ্য রিপোর্ট প্রতিবেদক : সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইসলাম প্রতিষ্ঠিত হলেই মানুষের জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে বলে জানিয়েছে ইসলামী সমাজ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক মানববন্ধনে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ এ কথা বলেন।

আমীর হযরত সৈয়দ হুমায়ুন কবির বলেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইসলাম প্রতিষ্ঠিত হলেই মানুষের জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সকলের দেশের সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের মানবাধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের জীবনে মাতৃভাষার গুরুত্ব অনেক। ভাষা শহীদদের চেতনায় উজ্জীবিত হয়ে দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা, জঙ্গি তৎপরতা ও নৈরাজ্যসহ সকল অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে। ইসলাম থেকে সঠিক জ্ঞান নিয়ে রাষ্ট্র দেশবাসী ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারবে।

আমীর হযরত সৈয়দ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন মাওলানা ইয়াসিন, আবু জাফর মো. ইকবাল, ইউসুফ আলী, সোলায়মান কবির, আমির হোসেন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর