thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

স্যাপের ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১৪:৩৪:১৬
স্যাপের ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাউথ এশিয়া পার্টানারশীপের (স্যাপ) দুই কর্মকর্তার বিরুদ্ধে পৃথক দুই মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এরা হলেন- স্যাপের বাংলাদেশ ক্ষুদ্র ঋণ কর্মসূচী পটুয়াখালি শাখার গলাচিপা এরিয়ার প্রাক্তন ম্যানেজার মো. আতিকুর রহমান ও প্রাক্তন ফিল্ড অফিসার মোসা. শিরিন আক্তার।

দুদক সূত্র জানায়, সম্প্রতি তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৮/১০৯ ধারায় ওই দুটি মামলা করা হবে। ইতোমধ্যেই কমিশন থেকে বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ডিসেম্বর সময় পর্যন্ত ১৯ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা আত্মসাতের দায়ে একটি মামলা দায়ের করা হবে। ৫৯ জন ভুয়া মহিলা সদস্যের নামে ঋণ দেখিয়ে উত্তোলনপূর্বক আত্মসাৎ করার অভিযোগে এ মামলাটি করা হবে।

এ ছাড়া ২০১২ সালের ২ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি সময়ে এক লাখ ছয় হাজার ৩৬০ টাকা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হবে। চারজন ভুয়া মহিলা সদস্যের নামে ঋণ মঞ্জুর করে এ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এসবি/ফ্রেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর