thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

একুশের দিনে টেলিভিশনে

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১৪:২৮:৫০
একুশের দিনে টেলিভিশনে

দ্য রিপোর্ট প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে থাকছে নানা আয়োজন। একুশের বিশেষ অনুষ্ঠানমালা তুলে ধরা হলো পাঠকেদের জন্য।

এটিএন বাংলা

রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘একুশের কৃষ্ণচূড়া’। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম, পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন- রাইসুল ইসলাম আসাদ, মীর সাব্বির, অর্ষা প্রমুখ। রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘কবির হোসেনের পাণ্ডুলিপি’। সৌর্য্যদ্বীপ্ত সূর্য’র রচনা এবং হাসান শিকদারের পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন- রাইসুল ইসলাম আসাদ, রওনক হাসান, ভাবনা প্রমুখ।

চ্যানেল আই

নাজনীন চুমকির রচনায় বেলা ২টা ৪০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘পারিজাত’। এতে অভিনয় করেছেন দিতি, হেনা, মিশু সাব্বির কল্যাণ প্রমুখ। রাত ৭.৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘অবাক ভ্রমণ’। তৌকীর আহমেদের অভিনয় ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন ভাবনা। সন্ধ্যা ৬ টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘একুশ আমার অহঙ্কার’। এটির উপস্থাপনা ও পরিচালনা করেছেন পুনম প্রিয়াম।

এনটিভি

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘অচিন পাখি’। হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন শিবু কুমার শীল। পরিচালনা করেছেন পারভেজ আমিন। অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, আশীষ খন্দকার, ঋদ্ধ প্রমুখ। সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘ফেব্রুয়ারির ২১ তারিখ’। আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কানিজ ফাতেমা জ্যোতি। অনুষ্ঠানে আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা, আজাদ আবুল কালাম, তামান্না ডেইজী। ভাষার গান গেয়েছেন ক্লোজআপ তারকা বাবু এবং নৃত্য পরিবেশন করেছেন নন্দন নৃত্যকলা একাডেমী। রাত ৯টায় প্রচার হবে একুশের বিশেষ নাটক ‘শহরে আলোর দিন’। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- রাইসুল ইসলাম আসাদ, নওশীন, মনিরুজ্জামান প্রমুখ।

বাংলাভিশন

বাংলাভিশনে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বাঙলা আপা’। এ নাটকে অভিনয় করেছেন- সুমাইয়া শিমু, দীপ্ত, রহমত আলী, খান আলম, চাঁদ প্রবাসী প্রমুখ। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ।

আরটিভি

রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে নাটক ‘ভাষা আন্দোলনের প্রথম সংগ্রামী’। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- নুসরাত ইমরোজ তিশা, রওনক হাসান, শিল্পী সরকার অপু প্রমুখ।

মাছরাঙা টেলিভিশন

দুপুর ২ টা ৩০ মিনিটে প্রচার হবে ফোনোলাইভ কনসার্ট ‘ইচ্ছে গানের দুপুর’। এতে অংশগ্রহণ করবেন রিয়েলিটি শো ‘ভালোবাসি বাংলাদেশ’ এর সেরা ১০ জন শিল্পী। সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক ‘আমার একুশ’। অনামিকা মণ্ডলের রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, ইন্তেখাব দিনার, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।

চ্যানেল নাইন

রাত ৭ টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ তথ্যচিত্র ‘একুশ কথা বলে’। পরিচালনায় কাজী নাইম। রাত ১০ টায় প্রচার হবে নাটক ‘মানুষের ছায়া অবলম্বনে’। মাহমুদ দিদারের পরিচালনায় এতে অভিনয় করেছেন- তানিয়া হোসাইন, আরফান নিশো, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।

দেশটিভি

বিকেল ৩টায় রয়েছে ‘প্রিয়জনের গান’। পরিবেশনায় থাকছে ব্যান্ডদল চিম্বুক ও বন্ধুরা। রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক 'মিনার'। মাবরুর রশীদ বান্নাহ’র রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মাসুদ আলী খান, এ্যালেন শুভ্র, তৌসিফ মাহবুব, সালমান মুক্তাদির, সায়রা, শোয়েব মুনীর, আর বি প্রিতম, মামুনুর রশীদ প্রমুখ।

গাজী টিভি (জিটিভি)

ভাষা দিবসের আয়োজনে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ ‘এই সন্ধ্যায়’ এই অনুষ্ঠানে শহীদ দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন ভাষাসৈনিক আহমদ রফিক। সোহেল রানার প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন শাম্মি নাহার স্বপ্না।

এসএটিভি

মনসুর রহমানের রচনায় ‘অহংকার’ নামে টেলিফিল্ম নির্মাণ করেছেন শহীদুজ্জামান সেলিম। ‘অহংকার’ টেলিফিল্মের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ ও মৌটুসী।

(দ্য রিপোর্ট/আইএফ/একে/ ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর