thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

ঠাকুরগাঁওয়ে ৮ শতাধিক স্কুলে নেই শহীদ মিনার

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১৫:১৫:৪১
ঠাকুরগাঁওয়ে ৮ শতাধিক স্কুলে নেই শহীদ মিনার

ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলার আট শতাধিক স্কুলে শহীদ মিনার নেই। ফলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বঞ্চিত হতে হয় শিক্ষার্থীদের। মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থী উপজেলা শহরের শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানাতে পারলেও সমস্যায় পড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শহীদ মিনার নির্মাণে নিয়ে কর্তৃপক্ষের উদ্বেগ না থাকলেও পিছিয়ে থাকে না শিক্ষার্থীরা। কলা গাছ, টুকরো ইট আর বাঁশ দিয়ে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে তাতে তারা শ্রদ্ধা নিবেদন করে।

শহীদ মিনার না থাকায় এবারের মাতৃভাষা দিবসে সদর উপজেলার উত্তর হরিহরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা কলাগাছ দিয়ে তৈরি করেছে মিনার বেদী। এরপর ওই শহীদ মিনারে শিশুরা ভাষা শহীদদের প্রতি জানায় শ্রদ্ধা।

কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরির দৃশ্য অন্য স্কুলেও দেখা গেছে।

শহরের আমানতুল্লা ইসলামী কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা ইট দিয়ে শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা জানিয়েছে।

জেলা শিক্ষা অফিসার ফজলে আলম জানান, স্কুলগুলোয় শহীদ মিনার নির্মাণে ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এনইউ/একে/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রংপুর এর সর্বশেষ খবর

রংপুর - এর সব খবর