thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

গ্রামীণ ক্রীড়া উৎসব ২৫ ফেব্রুয়ারি

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১৫:৪২:৪২
গ্রামীণ ক্রীড়া উৎসব ২৫ ফেব্রুয়ারি

দ্য রিপোর্ট প্রতিবেদক : লাঠিখেলা, ঘোড়ার গাড়ীর দৌড়, ষাড়ের লড়াই, দাড়িয়াবান্দাসহ গ্রামীণ এমন অনেক খেলাই হারিয়ে যেতে বসেছে। বিলুপ্ত প্রায় খেলাগুলোকে পুনরুজ্জীবিত করতে গ্রামীণ ক্রীড়া উৎসবের আয়োজন করতে যাচ্ছে নড়াইল জেলা ক্রীড়া সংস্থা। আয়োজনে সহযোগিতা করছে ওয়ালটন।

ক্রীড়া ঐতিহ্যমন্ডিত নড়াইল জেলায় বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯০তম জন্মজয়ন্তি উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে গ্রামীণ ক্রীড়া উৎসব। লোকজ উৎসবে লাঠিখেলা, কুস্তি, কাবডি, ঘোড়ার গাড়ীর দৌড়, ষাড়ের লড়াই, ভলিবল, গরুর গাড়ীর দৌড়, দাড়িয়াবান্দ ও নৌকা বাইচসহ বিভিন্ন গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় বিভিন্ন জেলার প্রায় ৫০০০ প্রতিযোগী অংশ নেবেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক ইয়াহিয়া।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর