thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

মৌলভীবাজারে ছাত্রদলকর্মী হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১৬:২২:৪২
মৌলভীবাজারে ছাত্রদলকর্মী হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ছাত্রদল কর্মী মিলাদ হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মিলাদের ছোট ভাই বাবলু আহমদ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন।

এ মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির মহিলা সম্পাদক বেগম খালেদা রব্বানীর গ্রুপের নেতাকার্মীদের নাম উল্লেখ করা হয়েছে। জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বলকে এ মামলার প্রধান আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে আরও রয়েছেন সারওয়ার মজুমদার ইমন, গাজী মারুফ, তপোধীর রায় বুরণ, খয়রুল, সাগর ও ওয়াহিদ।

মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল হাশেম মামলার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর রাতে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান গ্রুপের ছাত্রদল কর্মী আরিফুল ইসলাম মিলাদ (২৫) দুর্বৃত্তদের হামলায় মারা যান। এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানীর অনুসারী ছাত্রদল গ্রুপকে দায়ী করে নাসের রহমান গ্রুপ।

(দ্য রিপোর্ট/টিএফ/ইইউ/জেএম/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর