thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

১০টি ডিসিপ্লিন চূড়ান্ত, অপেক্ষা অনুমোদনের

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১৬:৩৩:২৪
১০টি ডিসিপ্লিন চূড়ান্ত, অপেক্ষা অনুমোদনের

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২৩ জুলাই গ্লাসগোতে শুরু হতে যাচ্ছে ২০তম কমনওয়েলথ গেমস। জানা গেছে, আসরের জন্য বাংলাদেশ থেকে ১০টি ডিসিপ্লিন চূড়ান্ত করা হয়েছে। গ্লাসগোতে এ দেশ থেকে এবার ৩০ জন ক্রীড়াবিদ ও ১৭ কর্মকর্তা যাওয়ার কথা রয়েছে।

শনিবার বিষয়টি চূড়ান্ত করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

আর্মি গলফ ক্লাবে সন্ধ্যা ৭টায় বিওএ’র নির্বাহী কমিটির সভায় কমনওয়েলথ গেমসে বাংলাদেশের অংশ নেওয়া ১০টি ডিসিপ্লিন অনুমোদন করবেন কর্মকর্তারা। ডিসিপ্লিনগুলো হলো- শুটিং, অ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, সাইক্লিং, টেবিল টেনিস, জিমন্যাস্টিকস, কুস্তি, ভারোত্তোলন ও বক্সিং।

বিওএ সুত্রে আরো জানা গেছে, কমনওয়েলথ ও এশিয়ান গেমসের প্রস্তুতি এবং অংশগ্রহণ বাবদ বিওএ ইতিমধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে যথাক্রমে ৫ কোটি ও সাড়ে ৭ কোটি টাকার বাজেট দিয়েছে।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর