thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

২০১৭ ফেব্রুয়ারি ১৮ ১৮:৫২:১৮
চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে রাসেল নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে নিহতের স্ত্রীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাত ১২টার দিকে স্ত্রীর অজান্তে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করে রাসেল। পরে সাড়ে ১২টার দিকে স্ত্রী তা দেখে ফেললে দ্রুত নামিয়ে চমেক হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে সদরঘাট থানার ওসি মার্জিনা আক্তার বলেন, শুনেছি রাসেল আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ফেব্রুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর