thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সমঝোতায় পৌঁছানোর দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১৭:৩১:৪২
সমঝোতায় পৌঁছানোর দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের

দ্য রিপোর্ট ডেস্ক : সঙ্কট সমাধানে বিরোধীদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন বলে শুক্রবার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। তবে চুক্তি পরে স্বাক্ষর করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন ইয়ানুকোভিচ।

এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াস এই সমঝোতা চূড়ান্ত নয় বলে জানিয়েছেন। বিরোধীরা এখনও ইয়ানুকোভিচের দাবিকে অনুমোদন দেয়নি বলেও জানান তিনি।

রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব জোরদার করতে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি বাতিল করে দেওয়ায় গত নভেম্বরে দেশটিতে তীব্র আন্দোলন শুরু হয়।

আন্দোলন শুরুর পর সব চেয়ে রক্তক্ষয়ী দিন ছিল বৃহস্পতিবার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এ পর্যন্ত ৭৭ জন নিহত হয়েছেন। কিন্তু নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

রাজনৈতিক সঙ্কট থেকে উত্তরণে বিরোধীদের সঙ্গে আলোচনার আগে ফ্রান্স, পোল্যান্ড আর জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৃহস্পতিবার দীর্ঘ আলোচনা করেছেন প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ। এরপর বিরোধীদের সঙ্গে সন্ধ্যায় শুরু হওয়া আলোচনা চলে সারা রাত।

সমস্যা সমাধানে সব পক্ষ একমত হয়েছে শুক্রবার প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন তথ্য দেওয়া হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। বৃহস্পতিবারের হতাহতের ঘটনার পর বিরোধী ও সরকারের মধ্যে সংযোগ তৈরি আরও কঠিন হয়ে পড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/আরজে/জেএম/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর