thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১৭:৫৫:২১
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : সীমান্তে গুলি করে মানুষ হত্যা, নারী-শিশু, অবৈধ অস্ত্র ও মাদক পাচার বন্ধে ভারতের পশ্চিমবঙ্গের গেদে সীমান্তে বিএসএফের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু’দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিজিবির ১০ সদস্যর একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ভারতে যায়। প্রতিনিধি দলটি সেখানে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বৈঠক করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, বৈঠকে বাংলাদেশের পক্ষে তিনিসহ উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান ও অতিরিক্ত পরিচালক সোহরাব হোসেনসহ ১০ জন ও ভারতের পক্ষে নদীয়া জেলার চাপড়া থানার ১১৩ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল এসএইচ ভিরান্দা দত্ত ও এসএইচ বিজয় কুমারসহ ১০ জন।

তিনি আরও জানান, সীমান্তে গুলি করে মানুষ হত্যা, নারী-শিশু, অবৈধ অস্ত্র ও মাদক পাচার বন্ধে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সীমান্তে বিএসএফের গুলিতে হত্যাকাণ্ড আগের তুলনায় অনেক কমে এসেছে। তবে এর সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে। এতে বিএসএফও সন্মতি জানায়।

(দ্য রিপোর্ট/এমআরআর/এফএস/এসকে/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর