thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ভবন ধসের আশঙ্কায় খোলা মাঠে পড়াশোনা

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১৮:১৮:৩৪
ভবন ধসের আশঙ্কায় খোলা মাঠে পড়াশোনা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে গত চার বছর ধরেই চরম দুর্ভোগ নিয়ে খোলা মাঠে ক্লাস করছে শিক্ষার্থীরা।

১৯৪০ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯০ সালে নির্মিত একটি ভবনের পাশাপাশি ১৯৯৪ সালে বিদ্যালয়ে আরও একটি নতুন ভবন নির্মাণ করা হয়। নির্মাণে ক্রটি থাকায় পাঁচ বছর যেতে না যেতেই ভবনটিতে ফাটল দেখা দেয়। ২০০৯ সালে ভবনের ছাদ খসে পড়ে। এতে দুই শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন। এরপর প্রশাসন বিদ্যালয়ের ভবন দুটি পরিত্যক্ত ঘোষণা করে।

ভবন পরিত্যক্ত হওয়ায় শিক্ষকরা খোলা মাঠে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন বলেন, ‘নতুন ভবনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো প্রতিকার পাইনি।’

বকশীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান জানান, নতুন ভবন নির্মাণে অর্থ বরাদ্দের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/একে/এসকে/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর