thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

একুশের অনুষ্ঠানে আ’লীগ কর্মীদের হামলায় শিক্ষকসহ আহত ৭

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১৮:২৬:৫৯
একুশের অনুষ্ঠানে আ’লীগ কর্মীদের হামলায় শিক্ষকসহ আহত ৭

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মরিচা মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগ কর্মীদের হামলায় শিক্ষকসহ সাতজন আহত হয়েছেন।

উপজেলার মরিচা ইউনিয়নের বিদ্যালয় চত্বরে শুক্রবার সকাল ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা চলাকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাহাজুল মেম্বারের নেতৃত্বে ১০/১২ কর্মী অনুষ্ঠানে হামলা চালায়। হামলাকারীরা লাঠি-সোঠা দিয়ে অনুষ্ঠানের আয়োজকদের বেধড়ক মারপিট করে। এ সময় শিক্ষকসহ সাতজন আহত হয়। আহতদের মধ্যে অনুষ্ঠানের সভাপতি ও দৌলতপুর কলেজের শিক্ষক আবুল হোসেন (৪৭) এবং মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামানকে (৩০) দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

খবর পেয়ে দৌলতপুর থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

(দ্য রিপোর্ট/এফএপি/ইইউ/এসকে/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর