thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

বান্দরবানে একুশে বইমেলা শুরু

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১৯:২২:০৩
বান্দরবানে একুশে বইমেলা শুরু

বান্দরবান প্রতিনিধি : জ্ঞানের চর্চা বাড়াতে বান্দরবানে অমর একুশে বইমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা।

এ সময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুল আবছার, বান্দরবান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, জেলা প্রশাসনের আয়োজনে একুশে বইমেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল স্থান পেয়েছে। মেলায় বিনোদনের জন্য প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, বান্দরবান বেতার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা মেলায় নাচ-গান, কবিতা আবৃতিসহ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে। মেলা চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

(দ্য রিপোর্ট/এএস/এসকে/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর